Join Our Whatsapp Group

Join Our Telegram Group

[email protected]   03463 - 296 - 702

Best Quality , Cheap Rates

what is Amazon prime in Bengali
what is Amazon prime in Bengali

Amazon Prime কি ? এর কি কি সুবিধা ? আপনার কি এই বিশেষ সুবিধা নেওয়া উচিত ?/Brief discussion on Amazon prime in Bengali

আচ্ছা ! আপনি কি জানেন Amazon Prime কি ? আপনি হয়তো প্রায়ই শুনে থাকবেন Amazon Prime শব্দটি । কিন্তু হয়তো জানেন না এটা খায় না মাথায় মাখে ! হয়তো বা জানেন কিছু ভাসা ভাসা কথা Amazon Prime সম্পর্কে । আসুন এই আর্টিকেলে আজ আমরা বিস্তারিত জানবো Amazon Prime কি ? এর কি সুবিধা ? এটা নেওয়া উচিত কি লাভ ? সমস্ত তথ্য Amazon Prime সম্পর্কিত ।

Amazon Best deals for Today – CLICK HERE

যদি আপনি Amazon এ শপিং করতে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই শুনে থাকবেন Amazon Prime এর কথা ।  বা Amazon.in  ওয়েবসাইটের উপরেই Amazon Prime এর বিজ্ঞাপন দেখে থাকবেন । অথবা কোন কোন প্রডাক্টের পাশে Amazon Prime শব্দটি লেখা আছে নিশ্চয়ই আপনার চোখে পরেছে । তাহলে আসলে কি এই Amazon Prime ?

what is Amazon prime in Bengali language
what is Amazon prime in Bengali language

একদম সোজা বাংলায় বললে Amazon Prime হল Amazon.in ওয়েবসাইট প্রদত্ত একটি সার্ভিস যা আপনাকে কিছু বিশেষ বিশেষ সুবিধা প্রদান করে । এটি কাস্টমারকে সাবস্কাইব করতে হয় ।

তাহলে এবার প্রশ্ন আসছে কি কি সুবিধা প্রদান করে এই Amazon Prime নামক সার্ভিসটি । চলুন এবার জেনে নি কি কি সুবিধা রয়েছে ?  

আরও পড়ুনঃ AMAZON এবং FLIPKART এ কিছু কেনার আগে লেখাটি পড়ুন , নাহলে ঠকবেন !

১. Amazon Prime এর প্রথম যে সুবিধা সেটি হল free and fast delivery. অর্থাৎ আপনি যদি Amazon Prime সার্ভিসটি গ্রহন করেন তাহলে আপনাকে Amazon ওয়েবসাইটের তরফ থেকে ফ্রি ডেলিভারি দেওয়া হবে । একই সাথে প্রায় ১০০ এর উপর শহরে ১ দিন কিংবা দুইদিনের মধ্যে ডেলিভারি পাবেন । এমনকি বিশেষ কিছু শহরে morning delivery এর ব্যবস্থাও রয়েছে । একদিনের মধ্যে ডেলিভারির সুবিধা নিলে ১০০ টাকা ছাড় পাবেন । এবং দুইদিনের মধ্যে ডেলিভারি নিলে ৮০ টাকা ছাড় পাবেন । ।

নীচে সেইসকল শহরগুলির নাম দেওয়া হল যেখানে একদিন অথবা দুইদিনের মধ্যে ডেলিভারির সুবিধা প্রদান করা হয় –

২. Amazon ওয়েবসাইটে সাধারনভাবে ৪৯৯ টাকার নীচে জিনিস কিনলে তার ডেলিভারি চার্জ লাগে । কিন্তু আপনি যদি Amazon Prime কাস্টমার হন তাহলে আপনাকে সেই চার্জ দিতে হবে না । তাতে প্রডাক্টটির নাম যাই হোক না কেন । তবে এই সুবিধা বিশেষ কিছু প্রডাক্টের মধ্যেই পাবেন । কি করে বুঝবেন যে সেই প্রডাক্টে ডেলিভারি চার্জ লাগবে কিনা ? আপনি যখন কোন প্রডাক্ট কেনেন তখন হয়তো  লক্ষ্য করে থাকবেন কিছু প্রডাক্টের ছবির পাশে Prime কথাটি লেখা থাকে । আসলে এই সকল প্রডাক্ট গুলির দাম যাই হোক না কেন । আপনি যদি Amazon Prime কাস্টমার হন তাহলে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না ।

AMAZON PRIME এর সুবিধা নেওয়ার জন্য পাশের ছবিতে ক্লিক করুন ।

৩. কিছু বিশেষ বিশেষ অফারগুলি Amazon Prime কাস্টমারদের জন্য ৩০ মিনিট আগে খুলে দেওয়া হয় । যাতে তারা অফারটির সুবিধা নিতে পারেন । অনেকসময় দেখে থাকবেন কিছু বিশেষ ফোনের বিক্রি বিশেষ কিছু দিনের একটি নির্দিস্ট সময়ে হয়ে থাকে । এবং আপনি যখন সেই ফোনের অর্ডার করতে যান হয়ত তার আগেই প্রডাক্টটি শেষ হয়ে যায় । কারন সারা দেশ জুড়ে সেই ফোনটিকে একই সময়ে সকলে কিনতে চাই । কিন্তু আপনি যদি Amazon Prime কাস্টমার হন তাহলে ৩০ মিনিট আগে থেকে এই ধরনের বিশেষ Deals গুলির সুবিধা উপভোগ করতে পারবেন । এবং নির্ঝঞ্ঝাটে প্রডাক্টটি কিনতে পারবেন ।

4. বলিউড এবং হলিউডের লেটেস্ট মুভিগুলো আপনি ঘরে বসে রিলিজের দিনই দেখতে পাবেন । এর থেকে সুবিধা আর কি রয়েছে ! শুধু যে মুভিগুলো দেখতে পাবেন তা নয় বিভিন্ন বাংলা , হিন্দি , ইংরাজি অন্যান্য বিভিন্ন ভাষার জনপ্রিয় টিভি শো গুলি দেখতে পাবেন । এবং এরজন্য আপনাকে আলাদাভাবে এক পয়সা খরচ করতে হবে না ।

৫.   Amazon Prime কাস্টমার আমাজন কুপন , ক্যাসব্যাক  , বিশেষ বিশেষ কার্ড এ বিশেষ বিশেষ ছাড় পেয়ে থাকেন ।

আরও পড়ুনঃ চলুন ঘুরে আসি বিশ্বের অন্যতম বিস্ময় দুবাই শহরে

৬. যদি আপনি Amazon Prime কাস্টমার হয়ে থাকেন তাহলে Amazon ওয়েবসাইটের ১ কোটি উপর গানের যে লাইব্রেরি রয়েছে সেগুলি শুনতে পাবেন কোনরকম বিজ্ঞাপন ছারাই ।

৭. Amazon এর বই এর লাইব্রেরি থেকে লক্ষ লক্ষ বই পাঠ করতে পারবেন ।

৮. ICICI কার্ডের উপর আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট পাবেন । যা আপনি অন্যান্য শপিং এর ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন । এবং সেখানে বিশেষ ছাড় পাবেন ।

তবে Amazon Prime এর এই সুবিধা কিন্তু আপনি বিনামুল্যে পাবেন না । ৩০ দিনের ফ্রি ট্রায়াল পাবেন তার আপনাকে হয় মাসিক অথবা বার্ষিক সাবস্ক্রিপশন নিতে হবে । যেখানে মাসিক চার্জ হল ১২৯ টাকা । অন্যদিকে বার্ষিক চার্জ হল ৯৯৯ টাকা । কি ভাবছেন আপনার কি এই সুবিধা নেওয়া উচিত না নয় ? চলুন আমি একটু সাহায্য করি । যদি আপনি Amazon ওয়েবসাইটে প্রায়ই শপিং করে থাকেন তাহলে আপনার অবশ্যই এই সুবিধা নেওয়া উচিত । আর যদি আপনি বছরে একটি কি দুটি প্রডাক্ট কিনে থাকেন তাহলে আপনার এই সুবিধা নেওয়ার কোন মানে নেই ।

Amazon Prime সার্ভিসটি ৩০ দিনের জন্য সম্পুর্ন ফ্রি তে ব্যবহার করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – CLICK HERE

এই সার্ভিসের এর মাসিক সাবস্ক্রিপশন কেনার জন্য এখানে ক্লিক করুন

Amazon Prime এর বার্ষিক সাবস্ক্রিপশন কেনার জন্য এখানে ক্লিক করুন

পরিশেষে আমি বলব আপনি Amazon Prime সার্ভিসটি কিনুন বা না কিনুন অন্ততপক্ষে ৩০ দিনের যে ফ্রি তে ব্যাবহার করার যে সুবিধা সেটি অবশ্যই উপভোগ করুন –

Amazon Prime ৩০ দিনের জন্য সম্পুর্ন ফ্রি তে ব্যবহার করার জন্য এখানে  ক্লিক করুন ।

এবার কি আপনি এই সার্ভিসটি নেবেন ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ।

কর্মসংক্রান্ত সকল খবরের আপডেট পেতে এখানে ক্লিক করুন

Amazon Prime কি ? এর কি কি সুবিধা ? আপনার কি এই বিশেষ সুবিধা নেওয়া উচিত ?
Scroll to top