AMAZON এবং FLIPKART এ কিছু কেনার আগে লেখাটি পড়ুন , নাহলে ঠকবেন !

লেখাটির শুরুতেই বলে রাখি আপনাদের জন্য বেস্ট অফার এবং ডিসকাউন্ট দেওয়া প্রোডাক্টএর লিঙ্ক লেখাটির শেষে দেওয়া আছে । যদি সত্যিই ভালো ছাড় দিয়ে জিনিস কিনতে চান তাহলে লেখাটি পড়ার পর অবশ্যই সেখানথেকে জিনিস কিনতে পারেন ।
FLIPKART এবং Amazon দুটিই ভারতবর্ষের সবথেকে বড় শপিং ওয়েবসাইট । প্রত্যেকবছর পুজার আগে এই দুটি ওয়েবসাইটেই বিশালরকম ছাড় ঘোষণা করা হয় । যেটি FLIPKART এ THE BIG BILLION DAY এবং AMAZON এ THE GREAT INDIAN FESTIVAL নামে পরিচিত । এবছর ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পুজা অফার হিসেবে এইদুটি ওয়েবসাইটে ১০ % থেকে ৯০ % পর্যন্ত ছাড়ের ঘোষণা করা হয়েছে । কিন্ত যা শোনা যায় , অনেকসময় তা সত্য হয় না । এক্ষেত্রেও বিষয়টা অনেকটা সেরকমই । তাই আপনি যদি ভেবে থাকেন এই পূজোয় বেশ কিছু জিনিস শপিং করবেন । তাহলে তার আগে আপনার এই পোস্টটি শেষ পর্যন্ত অবশ্যই পড়া উচিত । নাহলে ঠকে যেতে পারেন ।
AMAZON BEST OFFER
প্রথমেই বলি FLIPKART এবং Amazon দুটি কোম্পানিই ১০ % থেকে ৯০ % পর্যন্ত ছাড়ের ঘোষণা করলেও আসলে সেখানেই একটি বড় গলদ আছে । যে জিনিসগুলিতে ৯০ % ছাড় পাবেন জানবেন সেগুলি কখনই নামীদামি কোম্পানি নয় । আনকোরা কোম্পানিগুর প্রডাক্টেই ৯০ % পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব । বিশ্বস্ত এবং বড় কোম্পানির প্রডাক্টগুলিতে কখনই ১০ % এর এর ছাড় পাওয়া যায় না । বা খুব বেশি হলে ২০ % পর্যন্ত ছাড় পাওয়া যায় । তাই এক্ষেত্রে আপানাকে দুটি বিষয় অনুসন্ধান করতে হবে । যে প্রোডাক্টটিতে ৯০ % পর্যন্ত ছাড় দেখা যাচ্ছে একমাসে আগে তার দাম কত ছিল ? আসলে এইসব জিনিসগুলিতে যেটা করা হয় দামটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয় , এবং তারপর ৯০ % পর্যন্ত ছাড় দেওয়া হয় । আসলে সেটা গড়পড়তায় একই পরে যায় । আর আপনি ভাবেন আপনি হয়ত অনেকটা বেশি ছাড় পেয়ে গেলেন ! কিন্ত আপনি নিজেও বুঝতে পারছেন আসলে আপনাকে টুপি পরানো হয়েছে ।
অনলাইনে যেকোন জিনিস কেনার সময় আরও একটি বিষয় অবশ্যই দেখা দরকার । সেটি হল প্রোডাক্টটি কত জন রেটিং করেছে এবং রেটিং কেমন আছে । ৪ এর কম রেটিং থাকলে সেই প্রোডাক্টটি না কেনাই মঙ্গল ।
তবে যদি আপনি ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড এর মাধ্যমে শপিং করে থাকেন , তাহলে আপনি ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শপিং মন খুলে করতে পারেন । সেখানে ১০ % পর্যন্ত INSTANT CASH BACK পেতে পারেন । তবে সেক্ষেত্রেও বেশকিছু শর্ত রয়েছে । নিচে সেগুলি উল্লেখ করা হল –
FLIPKART এর ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে ?
* ফ্লিপকার্ট AXIS BANK এর DEBIT CARD এবং CREDIT CARD এ ১০ % পর্যন্ত Instant Cash Back পাবেন ।
* ICICI BANK এর CREDIT CARD এ 10 % DISCOUNT পাবেন ।
* 29.09.19 তারিখে উপরোক্ত কার্ডের মাধ্যমে শপিং করলে ১০ % ছাড় পাবেন । সেখেত্রে কমপক্ষে ১৪৯৯ টাকার বেশি শপিং করতে হবে । আপনি যত টাকারই শপিং করেননা কেন ঐদিন সর্বোচ্চ 2000 টাকার বেশি DISCOUNT পাবেন না ।
* অন্যদিনগুলিতে 3000 টাকার বেশি শপিং করতে হবে । প্রতিদিন সর্বোচ্চ 2000 টাকার বেশি DISCOUNT পাবেন ।
২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সবমিলিয়ে 40000 টাকার বেশি শপিং করলে আরও অতিরিক্ত 2000 টাকা ছাড় পাবেন ।
AMAZON এর ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে ?
* আমাজন SBI DEBIT CARD , CREDIT CARD AND EMI CARD এর মাধ্যমে শপিং করলে 10% পর্যন্ত INSTANT CASH BACK পাবেন ।
* ৩০০০ টাকার নিচে শপিং করলে কোন DISCOUNT পাওয়া যাবে না । সবমিলিয়ে ২০০০০ এর বেশি DISCOUNT দেবে না ।
* বোনাস হিসেবে বাকি টাকা ( সর্বোচ্চ ৮০০০ টাকা ) ফেরত পেতে পারেন ।
এবার নিশ্চয় বুঝতে পারছেন বিষয়টা যত সোজা মনে হচ্ছে ততটা সোজা নয় । তাই এই পুজা অফারের সময় দেখেশুনে জিনিস কিনবেন নাহলে আপনাকে অবশ্যই টুপি পরতে হবে । আপনাদের সুবিধার্থে AMAZON এবং FLIPKART থেকে সবথেকে ছাড়দেওয়া প্রোডাক্টগুলিকে একত্রিত করে আপনাদের পরিবেশন করে দেওয়া হল । নিচের লিঙ্কে ক্লিক করে আপনার পছন্দের জিনিসটি কিনে ফেলুন । এবং পেয়ে যান সর্বোচ্চ ছাড় …
AMAZON এর বেস্ট অফার এবং ডিসকাউন্ট যুক্ত প্রোডাক্ট কিনতে নিচের লিংকে ক্লিক করুন –
CLICK HERE
FLIPKART এর বেস্ট অফার এবং ডিসকাউন্ট যুক্ত প্রোডাক্ট কিনতে নিচের লিংকে ক্লিক করুন –